• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৫, ০৩:০৪ দুপুর
bd24live style=

আসুস প্রো আর্ট পি১৬: ক্রিয়েটরদের জন্য পোর্টেবল স্টুডিও ​

ছবি: সংগৃহীত

ক্রিয়েটিভ সেক্টরে প্রফেশনালদের সারাক্ষণই কাটে ব্যস্ততায়। হঠাৎ চলে আসা কোনো কাজ, শেষ মুহূর্তে এডিটিং, কিংবা চলমান কোন প্রজেক্টের সমস্যার তৎক্ষণাৎ সমাধান– এমন বিভিন্ন কাজে যুক্ত থাকতে হয় তাদের। আর এসব কাজ সহজ করতে প্রয়োজন হয় পারফেক্ট একটি ল্যাপটপ।

কনটেন্ট বানানো বা সৃজনশীল কাজে ব্যবহারের জন্য আসুস ব্র্যান্ডটির প্রো আর্ট সিরিজটি বিখ্যাত। বর্তমানে বাজারে আসা আসুসের নতুন ল্যাপটপগুলোর মধ্যে একটি হচ্ছে আসুস প্রো আর্ট পি১৬। ক্রিয়েটিভ কাজ করার জন্য পোর্টেবল এই ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে বিশেষ কিছু ফিচার দিয়ে। ফোর কে ওলেড ডিসপ্লে, বহু কানেক্টিভিটির অপশনসহ আরও নানান ফিচার আছে এই ল্যাপটপে। সব মিলিয়ে এটাকে বলা যেতে পারে একটি পোর্টেবল ক্রিয়েটিভ স্টুডিও। দেশের বাজারে ল্যাপটপটির মূল্য ৩ লাখ ১৮ হাজার টাকা।

পারফরম্যান্স

ল্যাপটপটির প্রসেসর হলো এএমডি রাইজেন ৯ এআই এইচএক্স ৩৭০ এবং এর জিপিইউ হলো এনভিডিয়া আরটিএক্স ৪০৬০। এএমডি এর সর্বশেষ এবং সবচেয়ে উন্নত প্রসেসর রাইজেন এআই ৯ সরাসরি এআই যুক্ত কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করে। অন্যদিকে এর জিপিইউ ক্রিয়েটিভ অ্যাপ্লিকেশনগুলো চালানোর ক্ষেত্রে ভালো পারফরম্যান্স নিশ্চিত করে। তাই ভিডিও এডিটিং, থ্রিডি রেন্ডারিং, অথবা ফটো প্রসেসিং– এ ধরনের কাজগুলো সহজেই করা যাবে। 

ল্যাপটপটিতে আছে ৩২ গিগাবাইট এলপিডিডিআরফাইভএক্স র‍্যাম এবং ১ টেরাবাইট পিসিআইই ৪.০ এসএসডি। বড় এবং জটিল কাজগুলো সহজেই পরিচালনা করতে এই মেমোরি সহায়ক। যদিও এটি গেমিং ল্যাপটপ হিসাবে ডিজাইন করা নয়, তবুও ক্রিয়েটিভ কাজের পাশাপাশি গেমিংয়ের ক্ষেত্রেও ভালো পারফরম্যান্স দেয় ল্যাপটপটি।

বহনযোগ্য ল্যাপটপ

প্রো আর্ট পি১৬ ল্যাপটপটি তৈরি করা হয়েছে সাধারণ আর মার্জিত ডিজাইনে। স্টুডিও সেটআপে বা ক্লায়েন্টের সাথে মিটিংয়ের মতো প্রফেশনাল কাজে ব্যবহারের জন্য এটি পুরোপুরি মানানসই। সূক্ষ্ম কালো রঙের ফিনিশিং এবং ব্র্যান্ডিং ল্যাপটপে এনেছে স্মার্ট লুক। এর ১৬ ইঞ্চি ডিসপ্লেতে রয়েছে পাতলা বেজেল। আর ওজনে এটি মাত্র ৪ পাউন্ডের একটু বেশি, যেটি কিনা ম্যাকবুক প্রো ১৬ বা ডেল এক্সপিএস ১৬ এর থেকেও হালকা। সহজে বহনযোগ্য হওয়ায় যাতায়াতের সময়ও ল্যাপটপটি ব্যবহার করা যাবে স্বাচ্ছন্দ্যে।

বিশেষ ফিচার

এআই চালিত অ্যাপ্লিকেশন: আসুস প্রো আর্ট পি১৬ ল্যাপটপটিতে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ভিত্তিক অ্যাপ্লিকেশন, যা সৃজনশীল কাজকে আরও সহজ এবং দ্রুততর করে। যেমন স্টোরি কিউব অ্যাপটি ডিজিটাল তথ্য এবং কাজগুলো অর্গানাইজ করতে সাহায্য করে। আবার মিউস ট্রি অ্যাপটি টেক্স ভিত্তিক আইডিয়াগুলোকে চমৎকারভাবে ভিজ্যুয়াল ডিজাইনে রূপান্তর করে।

আসুস ডায়াল প্যাড: আসুস প্রো আর্ট সিরিজের একটি বিশেষ ফিচার হলো ল্যাপটপের টাচপ্যাডে সংযুক্ত আসুস ডায়াল প্যাড। এই ব্যতিক্রমী ফিচারটি মূলত সৃজনশীল অ্যাপ্লিকেশনগুলো নেভিগেট করতে সাহায্য করে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ফটোশপ-এর মতো সফটওয়্যারে কাজের গতি বাড়াতে এটি কার্যকরী। 

কোপাইলট কী:

প্রো আর্ট পি১৬-এর একটি আকর্ষণীয় ফিচার হল এর ভার্চুয়াল ইন্টারফেস টাচপ্যাড। সৃজনশীল কাজগুলো সহজে করতে এটি সহায়ক। এছাড়া, কি-বোর্ডে রয়েছে একটি ডেডিকেটেড ‘কোপাইলট কী’। এর মাধ্যমে উইন্ডোস এআই-তে দ্রুত অ্যাক্সেস করার সুবিধা পাবে ব্যবহারকারীরা। লেখালেখি, বা ছবি এডিটিংয়ের মত কাজের জন্য তৎক্ষণাৎ এআইয়ের সাহায্য নেয়া যাবে।

অ্যাপ- প্রো আর্ট ক্রিয়েটর হাব:

এই অ্যাপটি ক্রিয়েটরদের জন্য একটি কমান্ড সেন্টার হিসাবে কাজ করে। পারফরম্যান্স সেটিংস ঠিক করতে, কালার প্রোফাইল সমন্বয় করতে এবং দক্ষতার সাথে ওয়ার্ক ফ্লো ঠিক রাখতে ক্রিয়েটরদের সাহায্য করবে।

ক্রিয়েটরদের ডিসপ্লে

প্রো আর্ট পি১৬ ল্যাপটপের ডিসপ্লেটি আকারে ১৬ ইঞ্চি এবং এটি ফোর কে আসুস ওলেডের একটি টাচস্ক্রিন ডিসপ্লে। এর রেজোলিউশন হলো ৩৮৪০×২৪০০ এবং অ্যাসপেক্ট ১৬:১০। প্যান্টন পরীক্ষিত ১০০% ডিসিআই পি৩ কালার গামুট এর ডিসপ্লেতে নিয়ে আসে নিখুঁত এবং উজ্জ্বল ভিজ্যুয়াল। ফটো এডিটিং এবং ভিডিও প্রোডাকশনের মতো কাজের জন্য এমন উন্নত মানের ভিজ্যুয়াল গুরুত্বপূর্ণ। এছাড়া, ৬০ হার্জ রিফ্রেশ রেট কিছু ব্যবহারকারীর কাছে পুরোনো মনে হতে পারে, তবে বেশিরভাগ ক্রিয়েটিভ প্রফেশনালরা অধিক রিফ্রেশ রেটের চেয়ে চমৎকার ভিজ্যুয়াল মানকে বেশি অগ্রাধিকার দেয়।

ব্যাটারি লাইফ এবং কানেক্টিভিটি

উচ্চ ক্ষমতাসম্পন্ন স্পেসিফিকেশন থাকা সত্ত্বেও, প্রো আর্ট পি১৬ ল্যাপটপটি ৯ ঘণ্টারও বেশি ব্যাটারি লাইফ নিয়ে কাজ করার সুবিধা দেয়। এএমডি প্রসেসরের পাওয়ার-সেভিং সক্ষমতা এবং উন্নত সুইচেবল গ্রাফিক্স সিস্টেমের কারণে এই অসাধারণ কার্যক্ষমতা। এই ল্যাপটপটিতে রয়েছে একটি বিস্তৃত পোর্টের সেট, যার মধ্যে রয়েছে দুটি ইউএসবি-সি, দুটি  ইউএসবি-এ, এইচডিএমআই, এবং একটি এসডি কার্ড রিডার। ওয়াই-ফাই সেভেন এবং ব্লুটুথ ৫.৪ সুবিধা থাকায় চমৎকার ওয়্যারলেস পারফরম্যান্স পাওয়া যায়। তাই অতি দ্রুত ডেটা ট্রান্সফার, এবং অন্যান্য ডিভাইসের সাথে সহজে মাল্টিটাস্কিং করা যায়। 

আসুস প্রো আর্ট পি১৬ ল্যাপটপটি সৃজনশীল পেশাদারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। পারফরম্যান্স এবং বহনযোগ্যতা দিক থেকে যারা ল্যাপটপ খুঁজছে তাদের জন্য প্রো আর্ট পি১৬ একটি নির্ভরযোগ্য ডিভাইস। অন্যদিকে চমৎকার ডিসপ্লে, বহুমুখী কানেক্টিভিটি, এবং ক্রিয়েটর-কেন্দ্রিক ফিচার থাকায় সুনির্দিষ্ট ইউজারদের জন্যও ল্যাপটপটি উপযোগী।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
ইমেইলঃ office.bd24live@gmail.com