
নাটোরের গুরুদাসপুরে কনকনে শীতের রাতে কাছিকাটা মহাসড়কের পাশে পড়েছিলেন সত্তরোর্ধ্ব বয়সী অজ্ঞাত বৃদ্ধা মহিলা।
মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধী ওই বৃদ্ধা শীতে দাঁতেমুখে ঠকঠক করে কাঁপছিলেন। রবিবার (৫ জানুয়ারি) ভোর রাতে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ৭ নম্বর বেডে তিনি কাতরাচ্ছেন। তার পরিবারের লোকজনই তাকে ফেলে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। সাথে তার বালিশ ও বিছানাপত্র রয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ওই বৃদ্ধাকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও মোটা কাপড় দেওয়া হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, বৃদ্ধার পরিচয় ও ঠিকানা উদ্ধারে কাজ করে যাচ্ছি।
আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুজাউদ্দৌলা জানান, বৃদ্ধার চিকিৎসা সেবা অব্যাহত আছে। ক্রমশ তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর