
সাবেক ইউপি সদস্য তার বাড়িতে জুয়ার আসর বসিয়ে ব্যবসা করছে। এ খবর পুলিশ পেয়ে বুধবার গভীর রাতে অভিযান চালায়। এ হাতেনাতে ১২ জুয়াড়িকে গ্রেফতার করে।
ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাংলাবাজার গ্রামে। বুধবার (৮ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস।
পুলিশ সূত্র জানায়- কিশোরগঞ্জ সদর ইউপির সাবেক ইউপি সদস্য ওহাব তার বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে ব্যবসা করছে। এ খবরের সূত্র ধরে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ওই বাড়ি হতে ১২ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ছিট রাজিব গ্রামের নমির উদ্দিনের পুত্র আরিফুজ্জামান আশরাফুল (৪০), মাহবুব (২৮), তফেল উদ্দিনের পুত্র বাচ্চু মিয়া (৫০) ও বাবুল হোসেন (৫০), মফিল উদ্দিনের পুত্র মনসুর আলী (৫২), নুর মোহাম্মদের পুত্র সেলিম হোসেন (৪৫), ছকিম উদ্দিনের পুত্র আসাদুল (৩৫), জসিম উদ্দিনের পুত্র বাবুল হোসেন (৪৫), মফেল উদ্দিনের পুত্র আব্দুল কাদের (৬০), বাজেডুমরিয়া গ্রামের এক্কাবর আলীর পুত্র মাসুদ রানা (৪১), আবু বক্কর সিদ্দিকীর পুত্র সোনা উদ্দিন (৪৮) এবং বজলার রহমানের পুত্র সোহাগ (৪০)।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাবেক ইউপি সদস্য ওহাবের বাড়ি হতে বুধবার গভীর রাতে জুয়া খেলারত অবস্থায় ১২ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর