
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে স্কুলের বইবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই অজ্ঞাত ট্রাক চালক নিহত ও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ভোর ৪টা ৪৬ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা রোড এলাকায় আরিচাগামী লেনে এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা।
নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতের নাম আনোয়ার (৩৫), তবে তারও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা স্কুলের বই বহনকারী ট্রাকটি থানা রোড এলাকায় এসে ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে আহতকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায় ও নিহতের মরদেহ সাভার হাইওয়ে থানায় হস্তান্তর করে। এ ঘটনায় ব্রিজটিও ক্ষতিগ্রস্ত হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর