
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সাজাপ্রাপ্তসহ ৪ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শুক্রবার (১০ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক, সাঁজাপ্রাপ্তসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামের সুরুজ আলী ছেলে মহসিন মিয়া (২৪) কে ১৫ পিস ইয়াবাসহ, ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি আঠারবাড়ি ইউনিয়নের সুন্দাইলপাড়া গ্রামের মৃত ইসকান্দর খাঁ এর ছেলে আব্দুল আউয়াল (২৪), পৌর শহরের চরনিখলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল মিয়া (২৫) ও দরুন বড়ভাগ গ্রামের আব্দুল কাদির মাস্টারের ছেলে আরিফ রায়হান (২১)।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.ওবায়দুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স গ্রহণ করেছে। ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা সহ অন্যান্য মামলায় ৪ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর