
শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী বিএনপি নেতা দুলাল চৌধুরি পথসভা ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন। রবিবার (১২ জানুয়ারি) দিনব্যাপী তিনি ওই নির্বাচনী এলাকায় এসব কর্মসূচি পালন করেন।
এর মধ্যে রবিবার দুপুরে নকলা উপজেলার গড়েরগাঁও মোড়ে পথসভায় উপস্থিত নেতাকর্মী ও জনগণের মাঝে লিফলেট বিতরণ শেষে নালিতাবাড়ী পৌরশহরের শহীদ মিনার মুক্ত মঞ্চে পৃথক পথসভা করেন।
এই পথ সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসাইন নাদিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী বিএনপি নেতা দুলাল চৌধুরী।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে তিনি নকলা উপজেলার গড়েরগাঁও মোড়ে পথসভায় উপস্থিত নেতাকর্মী ও জনগনের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন। ওই লিফলেট বিতরণ অনুষ্ঠান ও পথ সভায় নকলা পৌর বিএনপির আহ্বায়ক কামরুল আলম খান লিটনের সভাপতিত্বে নকলা পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নকলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুম, পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লোটাস, যুগ্ম আহ্বায়ক সাইদুল হক ও নকলা উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর