
খাগড়াছড়ির মানিকছড়িতে ছেলের এলোপাতাড়ি দায়ের কোপে বাবা বিনোদ বিহারী মজুমদার (৭২) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলা সদরের ময়ুরখীল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল।
তিনি জানান, কিছুদিন আগে বিনোদ বিহারী মজুমদার কিছু ভূমি বিক্রি করেন। আর জমি বিক্রির সে টাকা দিয়ে মেঝ ছেলে ঝুটন মজুমদারে ব্যক্তিগত কিছু দেনা-পাওনা পরিশোধ করে। জমি বিক্রি টাকা দিয়ে মেঝ ছেলের দেনা-পাওনা পরিশোধ করলে বড় ছেলে খোকন মজুমদার এতে অসন্তোষ প্রকাশ করে আপত্তি জানায়। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে তাদের পরিবারের মধ্য ঝামেলা চলছিল। এক পর্যায়ে সোমবার সন্ধায় ছেলে খোকন মজুমদার ও বাবা বিনোদ বিহারী মজুমদারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দায়ের কোপে গুরুতর আহত হন বাবা বিনোদ বিহারী মজুমদার। পরে তাকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। সন্ধায় তার লাশ চমেক হাসপাতাল থেকে আনা হয়েছে। বর্তমানে মানিকছড়ি থানায় রয়েছে।
এ ঘটনার পর থেকে ছেলে খোকন মজুমদার পলাতক রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর