
সাতক্ষীরার তালায় খড়ের গাদায় ফেলে রাখা সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (২৪ জানুয়ারি) উপজেলার সুজনশাহ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানান, মাহবুবুর রহমানের বাড়ির পাশের বিচলির গাদার নিচ থেকে একটি নবজাতক জীবিত উদ্ধার করা হয়। স্থানীয়রা কান্নাকাটি শুনে তাকে উদ্ধার করে এবং মাহবুবুর রহমান বাচ্চাটিকে নিজ দায়িত্বে রেখেছেন।
পৃর্থীবীতে সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মায়ের কোল। নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে একজন মা তার সন্তানকে লালন-পালন করেন। এরপরও বেশকিছু নবজাতককে পাওয়া যায় ডাস্টবিনে রাস্তায় বা জঙ্গলে।
অধিকাংশ নবজাতকের মৃত হলেও গুটিকয়েক জীবিত উদ্ধার হয়। এদের বেশিরভাগই বেঁচে থাকতে পারে না। বেসরকারি হিসেবে দেওয়া হয় মাটিচাপা। আর ভাগ্যগুণে বেঁচে যায় যারা, তাদের পরিচয়ে ঠাঁই হয় সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে নিবাসে কিংবা শিশুসালায়ে বা দত্তক সন্তান হিসেবে এরা কারো কারো ঘরে পালিত হয়ে থাকে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, শিশুটি পাশের বাড়ী হেফাজতে রয়েছে,ও সুস্থ রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর