
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং বিভিন্ন গণমাধ্যমের পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি খবরের ফটোকার্ড ও লিংক শেয়ার করা হচ্ছে, যেখানে বলা হয়েছে, "বরের নাচ দেখে বিয়ে ভেঙে দিলেন কনের বাবা।"
তবে ফ্যাক্ট-চেকিং সংস্থা বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এটি কোনো বাস্তব ঘটনা নয়; বরং এটি একটি বিজ্ঞাপনের স্ক্রিপ্ট, যা সংবাদ হিসেবে প্রচার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য পাইওনিয়ার' এর ই-পেপারের ৩০ জানুয়ারির সংস্করণে অ্যামাজনের ওটিটি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ারের একটি বিজ্ঞাপনের ভিন্নধর্মী স্ক্রিপ্ট হিসেবে এই গল্পটি প্রচার করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম এটি বাস্তব ঘটনা হিসেবে প্রতিবেদন প্রকাশ করে। কা লের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, তারা ভারতীয় সংবাদমাধ্যম 'এনডিটিভি'-এর বরাতে সংবাদটি প্রকাশ করেছে। তবে এনডিটিভির অনলাইন সংস্করণ এবং আর্কাইভ সংস্করণ পর্যালোচনা করে দেখা গেছে, সংবাদটিতে সুনির্দিষ্ট দিন-তারিখ বা সঠিক স্থান উল্লেখ করা হয়নি। এনডিটিভি নিজেও সংবাদটি 'নবভারত টাইমস' থেকে নিয়েছে বলে উল্লেখ করেছে।
নবভারত টাইমসের সংবাদের উৎস পর্যালোচনা করে দেখা যায়, এটি সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা একটি পত্রিকার কাটিং এর ভিত্তিতে প্রকাশিত হয়েছে। পরবর্তী অনুসন্ধানে প্রমাণিত হয় যে, পত্রিকার কাটিং ছবিটি 'দ্য পাইওনিয়ার' এর ই-পেপারের অংশ। সেই অংশের লেখার সঙ্গে এমএক্স প্লেয়ারের বিজ্ঞাপন দেখা যায় এবং অন্যান্য সংবাদ প্রতিবেদনের তুলনায় এতে প্রতিবেদকের নাম বা পদবী উল্লেখ নেই। এমনকি পত্রিকার অন্যান্য সংবাদের ফন্ট ও উপস্থাপনার ধরন থেকে পার্থক্য লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে ফ্যাক্ট-চেকিং সংস্থা 'বুম লাইভ' এর পক্ষ থেকে 'দ্য পাইওনিয়ার' এর বিজ্ঞাপন ও বিক্রয় বিভাগের প্রধান বরুণ কুমার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেছেন, "এটি কোনও আসল খবর নয়, বরং একটি বিজ্ঞাপন। অ্যামাজনের ওটিটি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ারের প্রচারণার অংশ হিসেবে এটি প্রকাশিত হয়েছিল।" তিনি আরও স্বীকার করেছেন যে, প্রকৃত সংবাদ থেকে এই বিজ্ঞাপনটি আলাদা করতে সঠিকভাবে উল্লেখ করার প্রয়োজন ছিল।
ফলত, "বরের নাচ দেখে কনের বাবা বিয়ে ভেঙে দিলেন"—এমন দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। এটি শুধুমাত্র বিজ্ঞাপনের স্ক্রিপ্টের অংশ, যা ভুলভাবে সংবাদ হিসেবে প্রচারিত হয়েছে।
* প্রতিবেদনটি প্রথম প্রকাশের পর সংশোধিত
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর