
নীলফামারীর কিশোরগঞ্জ থানা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিয়াজ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক হলেও ঘাতক চালক পালিয়ে যায়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
মারা যাওয়া ব্যক্তি পুটিমারী ইউপির দক্ষিণ ভেড়ভেড়ী গ্রামের জছের উদ্দিনের পুত্র।
সূত্র জানায়- রবিবার বিকাল চার টার দিকে থানা মোড় টেম্পু স্ট্যান্ডে পান খেয়ে রিয়াজ উদ্দিন বাইসাইকেলে করে রাজিবের দিকে যাওয়ার সময় পাশ দিয়ে একটি ট্রাক যাচ্ছিল। এসময় রিয়াজ উদ্দিন বাইসাইকেল থেকে পড়ে গেলে ট্রাকটি তার ডান পায়ের উপরে চাকা তুলে দেয়।
এতে রিয়াজ উদ্দিনের পা টি বিচ্ছিন্ন হয়। ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করান। পরে তার অবস্থা বেগতিক হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।
ট্রাক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানায়- ট্রাকটি আটক রয়েছে, ঘাতক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর