
চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন গুরুদাসপুরের সন্তান সাংবাদিক মাসুমা ইসলাম (৩০)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ‘এখন টেলিভিশনের’ রাজশাহী ব্যুরোর রিপোর্টারের দায়িত্বে ছিলেন।
নিহত মাসুমা ইসলাম নাটোরের গুরুদাসপুর পৌর সদরের নারায়নপুর মহল্লার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর জব্বারের মেয়ে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় সাংবাদিকতা পেশায় যুক্ত হন। গত বছর তিনি বেসরকারি টেলিভিশন ‘এখন’ এর রাজশাহী ব্যুরোর রিপোর্টারের দায়িত্ব নেন। সংসার জীবনে মাসুমার ১২ বছরের কন্যা রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, স্বামীর সঙ্গে ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান মাসুমা। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে বাসের ধাক্কায় তার স্বামী সৈকত ইসলাম সহ আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মাসুমা ও তার স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চারদিন ধরে সঙ্গাহীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন মাসুমা। তার স্বামী সৈকত ইসলাম বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক মাসুমার মরদেহ প্রথমে রাজধানীর বাবর রোডের মারকাজুল ইসলামে নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা শেষে নিজগ্রাম নাটোরের গুরুদাসপুরে দ্বিতীয় জানাজা শেষে নারয়ানপুর কবরস্থানে চিরশায়িত হলেন তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর