
টাঙ্গাইলের মির্জাপুরে বেষম্যবিরোধী আন্দোলনকালীন একটি হত্যা চেষ্টা মামলায় মারুফ হোসেন (৩৪) ও সজিব খান (৩৭) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের মধ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মারুফ হোসেনকে মির্জাপুর বাজার ও সোমবার বিকেলে সজিব খানকে পৌর এলাকার জহুরবাড়ি মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মারুফ হোসেন মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সজিব খান উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
প্রসঙ্গত, গতবছরের ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় হিমেল নামক এক কিশোর দৃষ্টিশক্তি হারায়। পরে হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে ১০০ জনের নাম উল্লেখ করে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর