
একটি হত্যা চেষ্টা মামলায় মঙ্গলবার বিকেলে ছেলে মারুফকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতের পর কোন একসময় গোয়ালঘর শূন্য করে সেখানে থাকা দুটি গাভিন গরু চুরি করে নিয়ে যায় চোর। রীতিমতো ‘মড়ার উপর খাঁড়ার ঘা’এমন পরিস্থিতির সম্মুখীন মির্জাপুর পৌরসভা এলাকার কুমারজানী গ্রামের একটি পরিবার।
পরিবারটির গৃহকর্ত্রী মুঠোফোনে বলেন, ছেলেকে পুলিশে ধরার পর থেকে আমরা দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম অন্যদিকে নজর ছিলনা। ভোরবেলা আমার স্বামী ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দেখে গোয়াল ঘরে থাকা দুইটা গাভিন গরু নাই। গরু দুইটার মূল্য প্রায় ৩ লাখ টাকা। রাতে এবিষয়ে থানায় অভিযোগ দিবেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হিমেল নামের এক কিশোর দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় মারুফ হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। যিনি মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, এবিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর