
অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ১৯ দিনে খাগড়াছড়িতে ১০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি শটগান এবং একটি পিস্তল উদ্ধার করা হয়। গত ৯ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে পুলিশ।
এরমধ্যে খাগড়াছড়ি সদর থানায় ২১ জন, দীঘিনালা থানায় ১৪ জন, মাটিরাঙ্গা থানায় ১৯ জন, পানছড়ি থানায় ১১ জন, মহালছড়ি থানায় ৭ জন, মানিকছড়ি থানায় ১১ জন, রামগড় থানায় ৭ জন, লক্ষ্মীছড়ি থানায় ৪ জন ও গুইমারা থানায় ৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে জামিনে রয়েছেন ৩ জন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, 'খাগড়াছড়ি পার্বত্য জেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একটি শটগান এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আমাদের টহল দল মাঠে রয়েছে। আমরা অপরাধীদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি এবং তা অব্যাহত থাকবে।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর