
গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া এটিএম রাশেদুজ্জামান রোকন (৫২) ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির বাজার এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত হাসেন আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানান, সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের ঘনিষ্ঠ ছিলেন রোকন। তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি, শিক্ষাপ্রতিষ্ঠানে ভুয়া শিক্ষক-কর্মচারী নিয়োগের মাধ্যমে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো অভিযোগ রয়েছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় রোকনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর