
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি, বামন্দী ও রামনগর এলাকায় তিন ফসলি জমিতে গড়ে ওঠা ৪ টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে বন্ধ ঘোষণার পাশাপাশি ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন প্রশাসন। এ সময় সাহারবাটি গ্রামের আমিন ব্রিকস ইটভাটার মালিককে তিন লাখ টাকা, বামন্দীর এম. এস. আর. এফ. এল. ইটভাটার মালিকদের দুই লাখ টাকা এবং উপজেলার রামনগরের শাপলা-২ ও এস এম এস ইট ভাটার মালিকদের দুই লাখ করে চার লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ইটভাটা চারটি বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। এসময় সেনাবাহিনী ও গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৪ ধারা লঙ্ঘন করার অভিযোগে চারটি ইটভাটাতে অভিযান চালিয়ে বন্ধ ঘোষণা করা হয় এবং ৯ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, এদিন উপজেলার ১৬ টি ইটভাটা পরিদর্শন করে চারটি ভাটা বন্ধের পাশাপাশি জরিমানা করার হয়। পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার সকল অবৈধ ইটভাটাতে অভিযান চালানো হবে।
এসময় উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মোজাফফর খান। মেহেরপুর ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, গাংনী থানা পুলিশের একটি টিম।
উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জেলার তিনটি উপজেলায় প্রায় ১০৮ টি ইটভাটা গড়ে উঠেছে বলে জানান জেলা প্রশাসন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর