
পাবনার ভাঙ্গুড়ায় মিনি ট্রাকের চাপায় সোলায়মান হোসেন ও তার ছেলে জুনায়েদ এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলের দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবা-ছেলে উপজেলার পাথরঘাটা এলাকার ইদ্রিস আলীর ছেলে ও নাতি। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, সোলাইমান ও তার ছেলে পুত্র একসাথে মোটরসাইকেল যোগে ভাঙ্গুড়া থেকে খানমরিচ ইউনিয়নের সুলতানপুর ছেলের নানার বাড়িতে যাচ্ছিলেন।
মোটরসাইকেলটি দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে পৌঁছালে ঢাকাগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে গিয়ে মোটরসাইকেল টিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার ছেলে মৃত্যুবরণ করে। এসময় স্থানীয়রা সোলাইমানকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোলাইমানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
পথিমধ্যে রাত ৯টার দিকে তিনিও মৃত্যুবরণ করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাকটি ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসেন।
একই পরিবারের বাবা-ছেলের একসঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহত সোলায়মান এর বাবা ইদ্রিস আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ট্রাক চাপায় একই পরিবারের বাবা-ছেলের মৃত্যু দুঃখজনক ঘটনা। এ ঘটনায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০২ ধারায় ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ড্রাইভার হেলপার পালিয়ে গিয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর