
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পলিটেকনিক এর ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ রিট বাতিল এবং পলিটেকনিকের ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যে বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় পলিটেকনিক এর ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ রিট বাতিল এবং পলিটেকনিকের ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যে উক্ত কর্মসূচি পালিত হয়।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে, প্রতিষ্ঠানটির কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় পর্বের ছাত্র নাফিজুল ইসলাম রোহানের সভাপতিত্বে এ সময় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র বুলবুল আহমেদ, কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র দাউদ শেখ, মেকানিকাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোহাম্মদ তরিকুল, সিভিল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মো. আশিকসহ ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ।
এসময় শিক্ষার্থীরা অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ রিট বাতিল এবং পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ ছাত্র-ছাত্রীদের যৌক্তিক ও ন্যায্য দাবি সমূহ মেনে নেয়ার আহ্বান জানান। তাদের দাবিসমূহ আদায় না হওয়া পর্যন্ত ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র-ছাত্রীরা তাদের ক্লাস,পরীক্ষা এবং শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়। এরপর তারা ছয়টি দাবি উত্থাপন করেন।
দাবিসমূহ হচ্ছে-
১। ইন্সপেক্টর জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করতে হবে।
২। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে।
৩। ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষার শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।
৪। পলিটেকনিক কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
৫। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে।
৬। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর