
কুড়িগ্রামে নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় ৭২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ রফিকুল ইসলাম (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানা পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে কচাকাটার নারায়নপুর ইউনিয়নের বালারহাট নামক স্থান হতে এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম বালারহাটের মৃত দেলোয়ার হোসেনের পুত্র বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান- আটক রফিকুল ইসলামকে মাদক আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর