
গাজীপুর মহানগরীর পূবাইলে হাবিবুর রহমান (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মেহেদী হাসান রিয়াজ এর বিরুদ্ধে।
আহত হাবিবুর রহমান পূবাইল এলাকার খিলগাঁও গ্রামের মজিবুর রহমানের ছেলে। এ বিষয়ে ভিকটিম ইজিবাইক চালক ওইদিন বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে নিজে বাদী হয়ে ৪১ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মেহেদী, একই এলাকার সিরাজ মিয়ার ছেলে শাওন মিয়া এবং অজ্ঞাতনামা আরও একজন কে আসামী করে স্থানীয় পূবাইল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে পূবাইল কালিগঞ্জ রোডে ভিকটিমের ইজি বাইকটি গতিরোধ করে মেহেদী, শাওন ও আরো একজন, পরে তার চোখ বেধে চালানো হয় নির্যাতন। স্থানীয় অন্য ইজিবাইক চালক মারপিটের বিষয়টি দেখে ফেললে পালিয়ে যায় অভিযুক্তরা। মারপিটের এ ঘটনার আগে রাস্তায় ইজিবাইক চাপিয়ে রাখা নিয়ে বাকবিতন্ডা হয় ইজিবাইক চালক ও ছাত্রদলের এই ওয়ার্ড সভাপতির মধ্যে।
এ বিষয়ে গাজীপুর মহানগর ৪১ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মেহেদী হাসান সাংবাদিকদের জানান গাড়ি সাইট করার কথা বললে হাবিবুর আমার কথা শোনেনি তাই আমি তাকে একটি থাপ্পড় দিয়েছি, তাকে মারধর করিনি। সে কিভাবে এমন আহত হলো আমার জানা নেই।
গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন সাংবাদিকদের জানায়, বিষয়টি আমার জানা নেই,আমি খোজ নিচ্ছি। সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করুন, আমরা সাংগঠনিক ব্যাবস্থা নিব।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, থানায় অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর