
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা, হত্যা ও লক্ষ লক্ষ মুসলমানকে বাস্তুচ্যুত করার প্রতিবাদে রৌমারীতে গাজাবাসীর পক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর রৌমারী শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রৌমারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বক্তারা বলেন, ইসরায়েল সেনারা ফিলিস্তিনের বেসামরিক মানুষ, বিশেষ করে শিশু ও নারীদের হত্যা করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৬৯৫ জনে। আহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জনে। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি জনগণ। ইসরায়েলি পণ্য বর্জনসহ গাজাবাসীর উপর বর্বর হামলার নিন্দা জানান তারা।
পথসভায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মাইদুল ইসলাম আনসারী, তরুণ আলেম সংগঠক মুফতি হারুনুর রশিদ, সাজেদুল ইসলাম সবুজ, জাতীয় নাগরিক কমিটির সদস্য রৌমারী। এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি ইয়াসিন মোল্লা, মুফতি ওমর ফারুক, মাওলানা নুরুল আমিন, মাওলানা আব্দুল আলিম সহ প্রমুখ। উক্ত পথসভাটি সঞ্চালনা করেন মাওলানা লুৎফর রহমান ফরায়েজী।
উক্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করেন আল-কারীম ফাউন্ডেশন রৌমারী।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর