
গাজীপুরের কালীগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আনন্দ শোভাযাত্রা এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা করা হয়।
আনন্দ শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ পৌরসভা কার্য্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ, গানের মধ্য দিয়ে দ্বীতিয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীবৃন্দ নৃত্য পরিবেশন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তনিমা আফ্রাদ সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাঙ্গালী জাতির কৃষ্টি কালচার, নিজস্ব সংস্কৃতির সবচেয়ে বেশি প্রকাশিত হয় এই বৈশাখে। কৃষকের ঘরে নতুন ধানের গন্ধ মৌ মৌ করে। মৌসুমী ফল মূলও থাকে প্রচুর। বিশ্বের দরবারে আমাদের এই সমৃদ্ধ সুস্থ সংস্কৃতি পৌছে দিতে হবে আমাদেরই। নতুন বছরে নতুন দেশ উপহার দেওয়াই হউক আমাদের একমাত্র লক্ষ্য।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, কালীগঞ্জ থানা ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর