
চীনের গুয়াংজু শহরে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য মেলা ‘ক্যান্টন ফেয়ার’-এর ১৩৭তম আসর। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।
মেলায় ওয়ালটন প্রদর্শন করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT) ও অন্যান্য আধুনিক প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স পণ্য। এর মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডারসহ নানা হোম অ্যাপ্লায়েন্স এবং লো-নয়েজ প্রযুক্তির ফ্রিজ কম্প্রেসার।
ওয়ালটনের সূত্র মতে, ক্যান্টন ফেয়ারের আন্তর্জাতিক জোনের ২.১ নম্বর হলে প্রতিষ্ঠানের মেগা প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। উদ্বোধনী দিনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম প্যাভিলিয়নটি পরিদর্শন করেন।
ওয়ালটন গ্লোবাল বিজনেস ইউনিটের ভাইস-প্রেসিডেন্ট ও ক্যান্টন ফেয়ারে ওয়ালটনের সমন্বয়ক আব্দুর রউফ বলেন, "এই মেলাটি বিশ্বের বিভিন্ন দেশের আমদানিকারক, ব্যবসায়ী ও উৎপাদকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। গত কয়েক বছর ধরে এই মেলায় অংশ নিয়ে ওয়ালটন বিভিন্ন দেশে ব্যবসায়িক অংশীদার গড়ে তুলেছে এবং আন্তর্জাতিক বাজারে অবস্থান সুদৃঢ় করেছে।"
এবারের আসরে প্রদর্শিত উল্লেখযোগ্য প্রযুক্তি পণ্যের মধ্যে রয়েছে:
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৬৮ বছর ধরে অনুষ্ঠিত এই ক্যান্টন ফেয়ারের প্রথম ধাপ চলবে ১৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। এই ধাপে ইলেকট্রনিক্স, হাউজহোল্ড অ্যাপ্লায়েন্স, যানবাহন, লাইটিং ও মেশিনারিজ পণ্যের প্রদর্শনী চলছে।
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর