
আগামী জুন মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দাবি মানা না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বিন ইয়ামীন মোল্লা এই ঘোষণা দেন।
তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম প্রতিশ্রুতি ছিল ডাকসুসহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। কিন্তু বর্তমানে একটি বিশেষ গোষ্ঠীর চাপে ডাকসু নির্বাচন ঠেকানোর অপচেষ্টা চলছে। অতীতে আমরা দেখেছি, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি, পেশিশক্তি ও কালোটাকার প্রভাবমুক্ত বিশ্ববিদ্যালয় গড়তে হলে নিয়মিত ক্যালেন্ডার অনুযায়ী ডাকসু নির্বাচন অপরিহার্য।”
বিন ইয়ামীন মোল্লা আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন এবং মাঝামাঝি সময়ে ভোটার তালিকা হালনাগাদের কথা জানিয়েছে। কিন্তু তাতে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। এটি একটি বিশেষ মহলের স্বার্থ রক্ষা ও নির্বাচন বানচালের চক্রান্ত বলে আমরা মনে করি।”
ছাত্র অধিকার পরিষদের দাবি, ডাকসু নির্বাচনের নামে ‘প্রয়োজনীয় সংস্কার’-এর কথা বলে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে, যা মূলত নির্বাচন ঠেকানোরই একটি অজুহাত। সংগঠনটি মে মাসের মধ্যে সকল প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে, আগামী জুনের মধ্যেই ডাকসু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানাউল্লাহ হক, সদস্যসচিব রাকিবুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর