
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর জহুরুন্নেছা কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে অনিদৃষ্ট কালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে।
বুধবার (১৬ এপ্রিল) দিন ব্যাপী শিক্ষার্থীরা আন্দোলন করেন কলেজ ক্যাম্পাস এলাকায় সে সময় তারা বিক্ষোভ করেছে। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থী আনিছুর রহমান তাদের ৮ দফা দাবি তুলে ধরেন।
তাদের ৮-দফা দাবিসমূহ নিম্নরূপ:
১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে ২. উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করতে হবে ৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে ৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই- এর অধীন থেকে সরিয়ে কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা ও স্বতন্ত্র প্রতিষ্ঠান করতে হবে। ৫. সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে ৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন প্রদান নিশ্চিত করতে হবে ৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে ৮. উপ সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর