
চট্টগ্রাম নগরে ‘চিহ্নিত’ ডাকাতের আস্তানায় চালানো অভিযানে দুই পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহতের ঘটনায় চক্রের মূলহোতা আরিফ হোসেন ওরফে মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আরিফ হোসেন ওরফে মেহেদী হাসান দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ সূত্র জানায়, নগরের বারিক বিল্ডিং মোড়ে সীমানা দেয়াল ঘেরা একটি পরিত্যক্ত জায়গায় আস্তানা গাড়ে ছিনতাইকারীরা। নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে সেখানে গিয়ে ভাগবাটোয়ারা করেন তারা। এছাড়া সেখানে মাদকও সেবন করেন। ২৫ ফেব্রুয়ারি ছিনতাইকারীরা আস্তানায় অবস্থান করছে এমন তথ্য পেয়ে অভিযানে যায় ডবলমুরিং থানা-পুলিশের একটি টিম।
এ সময় সেখানে ছয়জন ছিনতাইকারী ছিলেন। দু’জনকে ধরতে পারলেও বাকিরা পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছুরিকাঘাতে এসআই আহলাদ ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম আহত হয়েছেন। ওই ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামি আরিফ হোসেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম জানান, ফেব্রুয়ারির ঘটনার পর থেকেই আরিফ হোসেন আমাদের নজরে ছিল। সে একজন পেশাদার অপরাধী এবং অস্ত্রসহ এলাকায় আতঙ্ক ছড়াত। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে যে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে, তা ব্যবহার করে সে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি।
তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলবে বলেও জানান ওসি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর