
দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা আমেনা বেগম (৬০)। অসহনীয় শারীরিক যন্ত্রণা ও চিকিৎসা ব্যয়ের ভার সহ্য করতে না পেরে অবশেষে বিষপান করে আত্মহত্যা করেছেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, আমেনা বেগম দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। শারীরিক দুর্বলতা, অসহনীয় যন্ত্রণা ও আর্থিক সংকটে ভেঙে পড়েছিলেন তিনি। দিন দিন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেন, একপর্যায়ে জীবন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন এই মর্মান্তিক পরিস্থিতিতে থাকা নারী।
গত ১৫ এপ্রিল সকালে অতিরিক্ত যন্ত্রণায় কষ্ট সহ্য করতে না পেরে বিষপান করেন আমেনা বেগম। স্বামী হাবিল সিকদার ও পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কিন্তু অবস্থার অবনতি ঘটে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল চারটার দিকে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমেনা বেগম।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর