
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরাইলি অভিযানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৬৫ জনে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সর্বশেষ হামলায় আরও ৭৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এ নিয়ে ইসরাইলি আগ্রাসনে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ৫০৫ জনে।
বিবৃতিতে আরও বলা হয়, "উদ্ধারকারীরা অনেক এলাকায় পৌঁছাতে না পারায় বহু হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে আটকা পড়ে আছেন।"
এদিকে, চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর চাপের মুখে গাজায় সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরাইল। তবে সেই যুদ্ধবিরতির মাত্র দুই মাসের মধ্যেই, ১৮ মার্চ ভোর থেকে আবারও ব্যাপক সামরিক অভিযান শুরু করে দেশটি।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানায়, নতুন করে শুরু হওয়া এই হামলায় এ পর্যন্ত এক হাজার ৬৯১ জন ফিলিস্তিনি নিহত এবং আরও চার হাজার ৪৬৪ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে ইসরাইল গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে, যার ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলেও প্রতিবাদ উঠেছে। গত নভেম্বরে গাজায় সামরিক অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর