
শেরপুরের নালিতাবাড়ীতে (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড) বিটিসিএল অফিস থেকে ৮ লাখ টাকা মূল্যের ২৪টি ব্যাটারি চুরির ঘটনায় ১২টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে পৌরশহরের দক্ষিণ বাজার ও পার্শ্ববর্তী নকলা পৌরশহরের মমেনাকান্দা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলো- নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকার আব্দুর রউফের পুত্র আমির হামজা (৩০) ও পার্শ্ববর্তী নকলা শহরের মমেনাকান্দা এলাকার নূর ইসলামের পুত্র সাবেক কাউন্সিলর ইয়াদ আলী (৪২)।
থানা পুলিশ জানায়, গত বুধবার (১৬ এপ্রিল) কোন একসময় বিটিসিএল অফিস থেকে ২৪টি ব্যাটারি চুরি হয়ে যায়। এদিন রাতে ওই অফিসে কোনো নিরাপত্তাকর্মী বা কর্মচারী ছিলেন না। পরদিন সকালে অফিস কর্মচারীরা ব্যাটারি চুরি হয়েছে বলে দেখতে পান।
এ ঘটনায় থানায় খবর দিলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত থাকা সন্দেহে আমির হামজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে বিটিসিএল অফিসের ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রি করার কথা স্বীকার করে সে।
এদিকে, আমির হামজার দেওয়া তথ্যমতে পার্শ্ববর্তী নকলা উপজেলার পৌরশহরের মমেনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী ইয়াদ আলীর দোকান থেকে বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২ টি ব্যাটারি উদ্ধার ও ইয়াদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একইসাথে চুরি হওয়া বাকি ব্যাটারীগুলো উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর