
বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের মহিচরণ এলাকায় দুই কৃষকের পেঁপে বাগানে হামলা চালিয়ে দেড় শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
ক্ষতিগ্রস্তরা হলেন- খবিবর রহমানের ছেলে ইয়াছিন আলী ও সেকেন্দার আলীর ছেলে তারাজুল ইসলাম। তারা জানান, ৬৫ শতক জমিতে পেঁপে চাষ করেছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে
প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে বাগানে ঢুকে পেঁপে গাছগুলো কেটে ফেলেছে। এ ঘটনায় তারা সোনাতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী জানান, অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর