
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকবৃন্দ ও আমার দেশ পাঠক মেলার সদস্যরা।
বুধবার (২৩ এপ্রিল) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠক মেলা বাগেরহাট জেলা শাখার সভাপতি সুজাউদ্দিন মোল্লা সুজন। সঞ্চালনায় ছিলেন আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, সহ-সভাপতি এস এম রাজ, দেশ টিভির প্রতিনিধি এস এস সোহান, মোল্লাহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি এফ এম মফিজুল ইসলাম, চিতলমারী প্রেসক্লাব সভাপতি ইকরামুল হক প্রমুখ।
এছাড়া চুলকাঠি, কচুয়া ও রামপাল উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন নির্যাতিত ও আপসহীন সাংবাদিক, যিনি ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় বরাবরই সক্রিয়। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। তারা বলেন, বিগত সরকারের সময়ে দেশের একটি বড় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ হাজার কোটি টাকা বিদেশে পাচার করলেও বিষয়টি আড়ালে ছিল। তবে সরকার পরিবর্তনের পর আমার দেশ পত্রিকায় এসব দুর্নীতির খবর প্রকাশিত হলে সংশ্লিষ্ট গোষ্ঠী আতঙ্কিত হয়ে উঠে এবং সাংবাদিকদের হয়রানির চেষ্টা শুরু করে।
বক্তারা মামলাটি অবিলম্বে প্রত্যাহার এবং মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান।
সর্বশেষ খবর