
হালুয়াঘাটে ভারতীয় চিনিসহ আব্দুর রশিদ (৫০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে পৌর শহরের গরুবাজার এলাকা থেকে দুইশ কেজি ভারতীয় চোরাই চিনি ও অটোগাড়িসহ তাকে আটক করা হয়। আটক হওয়া আব্দুর রশিদ উপজেলার গাজিরভিটা ইউনিয়নের গাবরাখালী গ্রামে আব্দুল করিমের ছেলে।
অপরদিকে, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোবরাকুড়া এলাকা থেকে চল্লিশ হাজার পিচ ভারতীয় জিলেট ব্লেড উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুজনকে আসামি করে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর