
কুয়েট ভিসির অপসারণ করার দাবিতে চুয়াডাঙ্গায় সাংগঠনিক সফর স্থগিত ও আমরণ অনশন করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংসদ।
বুধবার (২৩ এপ্রিল) শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে বিকাল ৩ টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই অনশন চালায়। খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আমরণ অনশন তাদের।
অনশনে ছাত্র নেতারা বলেন, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক লোক আহত হন। এর পরদিন প্রশাসনিক ভবনসহ সব অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে রাজনৈতিক বিভিন্ন মতবাদে কয়েটের ভিসি ১৪ এপ্রিল রাতে সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেন।
কিন্তু ওই ঘটনায় তাদের ন্যূনতম তাদের কোন সম্পৃক্তা ছিল না। কিন্তু রাজনৈতিক ক্ষমতাবলে তাদের বহিষ্কার করা হয়। যা বেআইনি। ওই দিন দুপুরে সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। ২৫ ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এরপর আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ১৩ এপ্রিল বিকেল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়া হয়। তারপরও কোন সুরহা মেলেনি। যতক্ষণ না পর্যন্ত কুয়েটের স্বৈরাচার ভিসি পদত্যাগ না নিবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন অনশন চলবে।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসাইন ও আব্দুস শহিদ নাসিম, যুগ্ম সচিব আব্দুল্লাহ ইবন মুবিন, সংগঠক মুহতানিম ফুয়াদ, সংগঠক সুলতানা খাতুন জান্নাত প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর