শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় পৃথক পৃথক অভিযান আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ৪৯৭ বোতল মদসহ দুটি গরু জব্দ করেছে তাওয়াকুচা বিওপির বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার ছোট গজনী এলাকা থেকে মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে দুটি ভারতীয় গাভী উদ্ধার করা হয়।
ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদ পেয়ে তাওয়াকুচা বিওপি'র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল পৃথক অভিযান চালিয়ে ছোট গজনী এলাকা থেকে ভারতীয় ৪৯৭ বোতল মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে দুটি গরু জব্দ করা হয়। এসময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারি পালিয়ে যায়।
জব্দকৃত মদের বর্তমান বাজার মূল্য ৭ লাখ ৪৫ হাজার ৫শ টাকা এবং দুটি গরুর মূল্য ২লাখ ২০ হাজার টাকা। তিনি আরো জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর