
কালবৈশাখি ঝড়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুৎ এর খুঁটি।
ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে উঠতি ইরি-বোরো ধান ও ভুট্টা খেত। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে হঠাৎ ঝড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার উপর দিয়ে হঠাৎ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ এর খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও, সদ্য বেড়ে ওঠা ইরি- বোরো ধান, ভুট্টাক্ষেত, শাকসবজি ও বেগুন ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েজেন। ঝড়ে পড়েছে লিচু ও আমের গুটি।
অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এর খুঁটি উপড়ে পরে ও তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের কৃষক আব্দুস সাত্তার বলেন, কাল বৈশাখি ঝড়ে আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেইসাথে জমিতে পড়ে গেছে ধান। বিদ্যুৎ না থাকায় অন্ধকার পুরো এলাকা।
তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, শনিবার রাতে হঠাৎ ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত হওয়ায় ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রতিটি ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত গ্রাম পুলিশদেরকে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটার খোঁজ খবর নিতে বলা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর