
গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. ইসমাইল পালোয়ান (৪৬) নামে এক ব্যক্তিকে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
নিহত ইসমাইল পালোয়ান ওই এলাকার মৃত আলাল উদ্দিন পালোয়ানের ছেলে।
ওসি আলাউদ্দিন জানান, নিহত ইসমাইল ও অভিযুক্তদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার গ্রাম্য সালিশেও বিষয়টির সমাধান হয়নি। পরে বিরোধটি আদালত পর্যন্ত গড়ায় এবং মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।
ঘটনার দিন সকালে ইসমাইল পালোয়ান তার বড় ভাই মো. দুলাল পালোয়ান ও ছোট ভাই আলামিন পালোয়ানের সঙ্গে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান। এ সময় তাদের চাচাতো ভাই গোলজার হোসেন পালোয়ান, তোফাজ্জল হোসেন পালোয়ান, নবীল হোসেন পালোয়ান এবং নবীলের ছেলে সুফল হোসেন দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
হামলায় গুরুতর আহত অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালেদা নুসরাত জানান, দুপুর ১২টার পর রক্তাক্ত অবস্থায় ইসমাইলকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, তিনি আগেই মারা গেছেন।
এ বিষয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোমেন আকন্দ বলেন, “আমি কয়েকবার বিষয়টি নিয়ে সালিশ করেছি। কিন্তু কোনো পক্ষই আপসের পথে আসেনি। নিহত পরিবার জমিটির বিষয়ে উপজেলা ভূমি অফিসে একটি ‘মিস কেস’ করে এবং ভূমি অফিস কাগজ যাচাই করে নিহতের পক্ষে রায় দেয়। অভিযুক্তরা সেই সিদ্ধান্ত মেনে না নিয়ে হামলা চালায়।”
ওসি আলাউদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর