
“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো দেশ নতুন করে” এই স্লোগান নিয়ে বরিশালে মহান মে দিবস এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে বরিশাল জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের নূর এ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, বরিশাল আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মো. হাফিজুর রহমান হীরা, জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি এস এম মিজানুর রহমান অহিদ, শ্রমিক সংগঠক ডাঃ মনীষা চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বিভিন্ন কাজে কর্মরত শ্রমিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা মাধ্যমে অতিথিরা মহান মে দিবস এর তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর