
সাতক্ষীরার তালা উপজেলায় প্রেমে প্রত্যাখ্যাত হয়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১ মে) সকালে নিজ ঘরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে বিকেলে তাঁর মৃত্যু হয়।
তুলি তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের কামরুল সরদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুলি সম্প্রতি পার্শ্ববর্তী মসজিদের ইমাম আমিনুর রহমানের (কাঞ্চনপুর, ডুমুরিয়া) প্রতি প্রেমের আগ্রহ প্রকাশ করেন। কিন্তু সেই প্রস্তাবে সাড়া না দিয়ে ইমাম আমিনুর প্রায় ১৫ দিন আগে হঠাৎ মসজিদ ছেড়ে চলে যান। এরপর থেকেই তুলি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে দাবি করেন স্থানীয়রা।
ঘটনার দিন সকালে পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকায় তুলি একা ঘরে ছিলেন। এ সময় তিনি গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে বিকেলে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক বলেন, “মেয়েটি একতরফাভাবে ইমামের প্রতি ভালোবাসা পোষণ করতেন বলে শুনেছি। ইমাম সেটি গ্রহণ না করায় হয়তো মানসিকভাবে ভেঙে পড়েন।”
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমিনুর রহমানকে থানায় আনা হয়েছে।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর