
ভারতীয় ৪৬ বোতল ভারতীয় মদসহ মো. ওবায়দুল ইসলাম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
শুক্রবার (২ মে) রাতে রৌমারী উপজেলার মির্জাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী ওবায়দুল ইসলামকে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার মির্জাপাড়া গ্রামের মো. মিজাল হক এর ছেলে। তিনি দীর্ঘ দিন থেকে মাদকের ব্যবসা করে আসছে বলে জানা যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে রৌমারী থানার একটি চৌকস পুলিশ টিম অভিযান চালিয়ে মির্জাপাড়া এলাকার নিজ বসতবাড়ি থেকে ভারতীয় ৪৬বোতল মদসহ ওবায়দুল ইসলামকে গ্রেফতার করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওবায়দুল ইসলাম(৩৩) এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর