
বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে কদিন ধরেই একের পর এক নতুন করে অভিযোগ সামনে আসছে। সর্বশেষ অভিযোগ সংযুক্ত আরব আমিরাতে একটি গার্মেন্টসের কর্মকর্তা হিসেবে সে দেশের রেসিডেন্সি কার্ড অর্জন।
শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ তার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমের মুখোমুখি হন।
নিজের বিরুদ্ধে আসা অভিযোগগুলো অস্বীকার করে ফারুক জানিয়েছেন তাঁর সঙ্গে ‘ফ্যাসিস্ট রেজিমের’ কারও সম্পর্ক নেই।
পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক আছে কি না, এমন এক প্রশ্নে ফারুক আহমেদ বলেছেন, ‘এসব বানানো।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমার ফ্যাসিস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে যদি সম্পর্ক থাকত, আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু (বিসিবি) প্রেসিডেন্ট এই নতুন সরকারের। এটা আপনাদের বুঝতে হবে। নতুন সরকার যদি দেখত বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে (পতিত সরকারের সঙ্গে) আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে।’
বিসিবির ভালো কাজ পেছনে পড়ে যায় জানিয়ে ফারুক আহমেদ সাংবাদিকদের সত্য তুলে ধরতে বলেন, ‘ভালো কাজগুলো নিচে পড়ে যায়। আমরা ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা হবে। মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে পড়ে যায়। আপনারা যদি সত্যিটা তুলে ধরেন, পক্ষপাতিত্ব না করেন, অপ্রয়োজনীয় সমালোচনামুক্ত যেন হতে পারি।’
রার/সা.এ
সর্বশেষ খবর