
দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় শিশুসহ আরও ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় মোট ৭৭ জন ফিলিস্তিনি নিহত ও ২৭৫ জন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫২ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা এক লাখ ১৮ হাজার ৩৬৬ ছাড়িয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। রাস্তায় আটকে পড়া আহতদের কাছেও উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না, ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।”
উল্লেখ্য, চলতি বছরের ১৮ মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ওই সময় থেকে এ পর্যন্ত ২ হাজার ৩৯৬ জন নিহত ও ৬ হাজার ৩২৫ জন আহত হয়েছেন। এই হামলা জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিকে লঙ্ঘন করেছে।
এদিকে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ছিটমহলের ওপর বর্বরোচিত হামলার কারণে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর