
ঢাকার গুলশানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
শুক্রবার (২ মে) রাতে গুলশানে এ অভিযান পরিচালিত হলেও শনিবার (৩ মে) রাত ৮টার দিকে গ্রেফতারকৃতদের থানায় হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।
গ্রেফতারকৃতরা হলেন—সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা মো. উজ্জল হোসেন (৩৫), জেলা ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩৫), জেলা যুবলীগ কর্মী মীর সাইফুল্লাহ শাফি (৩৮), ছাত্রলীগ নেতা আবিদ হাসান (২৪) এবং মো. হৃদয় হোসেন (২৪)।
তাদের সবাই মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেনের ঘনিষ্ঠ অনুসারী বলে জানা গেছে। ইসরাফিল হোসেন সাবেক মন্ত্রী জাহিদ মালেকের ফুফাতো ভাই।
ওসি এসএম আমান উল্লাহ জানান, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর