
যুক্তরাজ্যে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর প্রত্যাবর্তনকে ‘গণতন্ত্র উত্তরণের পথে ইতিবাচক অগ্রগতি’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৬ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। বিদেশে চিকিৎসা শেষে তাঁর দেশে ফেরাটা আমাদের জন্য, জাতির জন্য আনন্দের দিন।”
তিনি আরও বলেন, “খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তাঁর এই প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন গতি আনবে বলে আমরা বিশ্বাস করি।”
প্রায় চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তিনি দেশে ফেরেন। তার সঙ্গে ফিরেছেন দুই পুত্রবধূ—জোবাইদা রহমান ও শর্মিলা রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন জোবাইদা রহমান, যার ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর ত্যাগ করে। গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছাতে গাড়িবহরকে বেশ ধীর গতিতে অগ্রসর হতে হয়, কারণ পথে দলীয় নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁরা পতাকা নেড়ে দলের শীর্ষ নেত্রীকে শুভেচ্ছা জানান।
সর্বশেষ খবর