
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধিনস্ত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গুইমারার শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় ৪ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
বুধবার (৭ মে) সকালে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের কমান্ডার লে. কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি,জি সহ অন্যান্য সামরিক কর্মকর্তাগণ। সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবিরের নেতৃত্বে এ ক্যাম্পেইন পরিচালিত হয়।
গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা অনুষ্ঠানে বলেন, "পার্বত্যাঞ্চলে বসবাসরত জনগণের মাঝে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই অংশ হিসেবে প্রায় পাঁচ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।" তিনি আরও বলেন, "এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর