
অতি তীব্র তাপদাহের কবলে চুয়াডাঙ্গা। এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ শনিবার ৪২ ডিগ্রি সেলসিয়াস। দুপুর তিনটার দিকে জেলার আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে।
কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ বাড়তেই আছে। ফলে সাধারণ মানুষের চরম কষ্ট পোহাতে হচ্ছে। এই জেলায় মৃদু থেকে মাঝারি ও তীব্র থেকে এবার অতি তীব্র তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা পড়লো। যেখানে বাতাসের আর্দ্রতা ১৬ শতাংশ।
একদিকে তপ্ত রোদ অপরদিকে প্রচণ্ড গরমের হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। শহরে দুপুর ১২ টার পর থেকে শহরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমাগম কমতে শুরু করেছে। গরম ও রোদ থেকে বাচঁতে ছায়া জায়গায় আশ্রয় নিতে দেখা গেছে অনেককেই।
এদিকে, গরমের তীব্রতায় হাসপাতালে রোগীর চাপ বাড়তে শুরু করেছে। প্রতিদিনই গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ডায়রিয়া রোগী ভর্তি থাকছে প্রতিদিনই। আর তাই চিকিৎসকরা গরম জনিত রোগ থেকে বাঁচাতে নিয়মিত পরামর্শ দিচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক আলতাফ হোসেন বলেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। গেল কয়েকদিন ধরে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়লো চুয়াডাঙ্গা।
আগামীতে এই তাপমাত্রা অব্যাহত থাকবে। সেই সাথে তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী ১৩ মে থেকে বৃষ্টি সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা কমতে পারে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর