
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরে থাকা মৎস্য অভয়াশ্রম থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। তবে খবর পেয়ে মৎস্য শিকারিরা পালিয়ে যায়। পরে সেগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়।
রোববার (১৮ মে) দুপুরে উপজেলার ডিঙাপোতা হাওরের চিকাডুবি এলাকায় থাকা ওই মৎস্য অভয়াশ্রমে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
এসময় ৭টি চায়না দুয়ারি ও ৫ টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, মৎস্য অভয়াশ্রমে নিষিদ্ধ জাল দিয়ে লুকিয়ে মাছ শিকার করছিল লোকজন। খবর পেয়ে অভিযানে গিয়ে এসব জাল জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে মৎস্য শিকারিরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরমান/সাএ
সর্বশেষ খবর