
কুমিল্লার বুড়িচং উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ঘরের মালামাল, নগদ অর্থসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২০ মে) ভোররাতে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামে আহলে হাদিস মসজিদ সংলগ্ন মালদ্বীপ প্রবাসী স্বপন মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
স্থানীয় ইউপি সদস্য শেফাউল করিম জানান, ভোর ৪টার দিকে স্বপন মিয়ার একটি ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশেপাশের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ইউপি সদস্য আরও জানান, আগুনে প্রবাসী স্বপন মিয়ার দুটি ঘর পুরোপুরি পুড়ে গেছে। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, খাদ্যসামগ্রী, পরিধেয় কাপড়সহ সবকিছুই আগুনে পুড়ে গেছে। বর্তমানে তাঁর পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, কম্বল ও খাদ্য সহায়তা প্রদান করেন। পাশাপাশি পুনর্বাসনের জন্য সরকারি সহায়তার আশ্বাস দেন।
আরমান/সাএ
সর্বশেষ খবর