
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলার 'স্বার্থ রক্ষায় গঠিত "আমরা ভোলাবাসী" নামে একটি সংগঠন। মঙ্গলবার দুপুরে ভোলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন আমরা ভোলাবাসীর আহ্বায়ক গোলাম নবী আলমগীর।
এসময় তিনি আরো বলেন, দ্বীপ জেলা ভোলা গ্যাস সমৃদ্ধ এলাকা। গ্যাস জাতীয় সম্পদ। ভোলা সহ সারা বাংলাদেশের উন্নয়নে গ্যাস ব্যবহৃত হবে এটাই স্বাভাবিক। কিন্তু ভোলার গ্যাস ভোলাবাসীকে উপেক্ষা করে ভোলার বাহিরে যাবে এটা কোনোভাবেই গ্রহণ যোগ্য নয়। ভোলার গ্যাস ভোলাবাসীকে অগ্রাধিকার দিয়ে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগের মাধ্যমে সরবরাহ করতে হবে।
এসময় তিনি আরো বলেন, সরকার প্রাথমিকভাবে পৌর এলাকায় পরে পৌর এলাকার বাহিরে গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত নিয়ে ভোলা সদর ও বোরহানউদ্দিন পৌর এলাকার প্রায় ৫০ কিঃ মিঃ রাস্তায় গ্যাস এর পাইপ লাইন বসায়। সেই পাইপ লাইনের আওতায় কমপক্ষে ২০ হাজার পরিবারকে গ্যাস সংযোগ দেয়া সম্ভব ছিল। কিন্তু মাত্র ২০৩৫ জন গ্রাহককে গ্যাস সংযোগ দিয়ে মাঝ পথে গ্যাস সংযোগ দেয়া বন্ধ করে দেয়। এটা মূলত বিগত স্বৈরাচার সরকারের চরম দুর্নীতিগ্রস্ত জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের চক্রান্তে ও স্বার্থ ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ বন্ধ করে ইন্ট্রাকোর সাথে সুন্দরবনের অসমচুক্তির মাধ্যমে তোলার গ্যাস ভোলার বাহিরে ঢাকা-গাজীপুরসহ বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এই চুক্তি মূলত বৈষম্যমূলক বলে জানান।
গোলামনবী আলমগীর আরো বলেন, ইন্ট্রাকো সরকারি প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানির কাছ থেকে মাত্র ১৭ টাকা দরে গ্যাস কিনে, ঢাকায় নিয়ে বিক্রি করে ৪৭ টাকা দরে। বিক্রি রেট হতে পারতো ২৫-৩০ টাকা। অথচ সুন্দরবন থেকে ভোলায় প্রতিষ্ঠিত সিরামিক কারখানা শেলটেক গ্যাস কিনছে ৩০ টাকা দরে। সেখানে ইন্ট্রাকো কে কম দরে দেওয়ার জন্য যুক্তি নেই। তাই এই বৈষম্যমূলক চুক্তি বাতিল করতে হবে।
এসময় তিনি "আমরা ভোলাবাসী"র ০৬ দফা দাবিগুলো তুলে ধরেন। দাবি গুলো হলো:-
১। ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন।
২। ভোলাবাসীর চিকিৎসার সুবিধার্থে ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও ২৫০ শয্যা হাসপাতালটিকে আধুনিকায়নকরণ।
৩। ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু করা।৪। গ্যাস ভিত্তিক বৃহৎ সার কারখানাসহ ভোলায় ইপিজেড গড়ে তোলা।
৫। ভোলাকে স্থায়ীভাবে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা।৬। ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন।
সংবাদ সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা সুজন এর সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরি, জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমির মাস্টার মো. জাকির হোসাইন, মাওলানা ওবায়েদ বিন মোস্তফা,বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, বশির হাওলাদার, আলহাজ মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম,আমরা ভোলাবাসী সংগঠনের সদস্য সচিব মীর মোশারেফ সহ সাংবাদিক, অ্যাডভোকেট, সুশীল সমাজের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী শনিবার আমরা ভোলাবাসীর সংগঠনের ব্যানারে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও ইন্ট্রাকো-সুন্দরবন অভিমুখে পদ যাত্রা ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর