
নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বিয়ের দাবিতে এক প্রেমিকা (১৬) তার প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন। প্রেমিকাকে দেখে ভয়ে প্রেমিক মাহি (১৮) ও তার পরিবারের সদস্যরা আত্মগোপন করেছে।
এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। প্রেমিকাকে দেখতে প্রেমিকের বাড়ির সামনে ভিড় করছেন স্থানীয়রা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরেছে। এমন কি প্রেমিক-প্রেমিকার টিকটক ভিডিও প্রকাশ পেয়েছে।
প্রেমিকা জানান, তিনি এবার সদ্য এস.এস.সি পরীক্ষা দিয়েছেন। প্রায় ২ বছর আগে উপজেলার পশ্চিম মাধনগর বাজেহালতির আপেল শাকিদারের কলেজ পড়ুয়া ছেলে মাহির সাথে তার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। মাহি আমাকে বিয়ে করবে বলে, কোরআন ছুঁয়ে শপথও করে। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে মাহি তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ করেন তরুণী। কিন্তু, কিছুদিন থেকে হঠাৎ করেই প্রেমিক মাহি তার প্রেমিকার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেন।
পরে প্রেমিকা বিয়ের দাবিতে সোমবার সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন শুরু করেন।
তরুণীর দাবি তার কাছে অনেক প্রমাণ রয়েছে। এই মুহূর্তে তাকে বিয়ে না করলে অনশন করে মরে যাবেন কিন্তু সেখান থেকে সরবেন না।
স্থানীয় এলাকাবাসী, সোহেল, ফিরোজ, সিরাজুল ইসলামরা জানান, মেয়েটি বিয়ের দাবিতে অনশন শুরু করেছে। আমরা এলাকাবাসী হিসাবে এটির শান্তিপূর্ণ সুষ্ঠু সমাধান চাই।
এবিষয়ে জানতে প্রেমিক মাহি কে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর