
গাজীপুর জেলা বিএনপির অধীন সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয়। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপির অধীন সকল ইউনিট কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো।
এই সিদ্ধান্তের ফলে গাজীপুর জেলা বিএনপির অধীন কাপাসিয়া উপজেলা, কালিয়াকৈর উপজেলা ও পৌরসভা, কালীগঞ্জ উপজেলা ও পৌরসভা, শ্রীপুর উপজেলা ও পৌরসভা, গাজীপুর সদর উপজেলা কমিটি বিলুপ্ত হয়ে গেল। ফলে গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোনো কমিটি থাকল না।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন ও যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
এবং আগামী ১ জুনের মধ্যে জেলার আহ্বায়ক কমিটি, সদ্য বিলুপ্ত সংশ্লিষ্ট ইউনিট কমিটি ও তার আগের সংশ্লিষ্ট ইউনিট কমিটির সমন্বয়ে যৌথ কর্মী সভা করে পরবর্তী নতুন কমিটির নাম প্রস্তাব আকারে কেন্দ্রের নিকট জমা দেবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর